প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা সম্পর্কিত কিছু নির্দেশনা-
১. পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল কিছু(প্রবেশপত্র, কলম- ২/৩টি, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি) আগের রাতেই প্রস্তুত করে রাখবে।
২. আগের রাতে বেশিক্ষণ জেগে থাকা যাবে না। দ্রুত ঘুমিয়ে যেতে হবে; যাতে ভোরে উঠে প্রস্তুতি নেয়া যায়।
৩. পরীক্ষা কক্ষে কমপক্ষে ১৫ মিনিট আগে প্রবেশ করতে হবে। খাতা স্কেল করা, নাম, রোল, শ্রেণি, শাখা, বিষয় স্পষ্টাক্ষরে লিখতে হবে।
৪. প্রতি বিষয়ের পরীক্ষা ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। মাঝখানে কোনো বিরতি থাকবে না। প্রতি নম্বরের জন্য ১.৮ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ ১০ নম্বরের জন্য ১৮ মিনিট।
৫. প্রশ্ন ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। উত্তর লিখতে গিয়ে সময়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে; যেন একটি উত্তর বেশি লিখতে গিয়ে পুরো ১০০% উত্তর দেয়া কঠিন হয়ে না পড়ে।
৬. উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই বিভাগ(ক-বিভাগ, খ-বিভাগ) প্রশ্নের ক্রমিক নম্বর (১ম প্র. উ.) সঠিক ভাবে লিখতে হবে। তবে বহুনির্বাচনি ও এক কথায় উওরের ক্ষেত্রে প্রশ্নের ক্রমিক নং উল্লেখ পূর্বক উত্তর লিখতে হবে। যেমন- ১. ক) ১৯১৩ অর্থাৎ প্রথমে প্রশ্নের ক্রমিক নং, তারপর ক/খ/গ/ঘ যেটা সঠিক সেটা লিখতে হবে, তারপর উত্তর লিখতে হবে।
৭. প্রশ্নের কাঠামো বা প্রশ্ন সম্পর্কে কিছু বুঝতে সমস্যা হলে কর্তব্যরত শিক্ষকের সহায়তা নিতে পারো।
৮. শিক্ষকদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না।
৯. পরীক্ষা কক্ষে ব্যাগ, বই ও কোনো প্রকার কাগজপত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
১০. পরীক্ষা কক্ষে দেখাদেখি ও অসদুপায় অবলম্বন করা যাবে না।
পরিশেষে, সবার জন্য দোয়াও শুভকামনা রইল।আমার বিশ্বাস তোমরা সকলেই ভালো ফলাফল অর্জন করবে ইনশাআল্লাহ।
🖋️তোমাদেরই প্রিয় প্রধান শিক্ষক।